শেরপুরে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৫

‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’-এমন স্লোগানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা হয়েছে শেরপুরে। ২৫ জুন বুধবার কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মোসা.হাফিজা জেসমনি-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান,বিশেষ অতিথি সিভিল সার্জন ডা. মো. শাহীন, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর কুতুবে আলম সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠান মালা শেষে রচনা ও শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে অতিথিরা পুরষ্কার হিসেবে ক্রেস্ট, গাছের চারা প্রদান ও সনদ পত্র বিতরণ করেন।