শ্রীবরদীতে কৃষি বিভাগের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৫ রানা,শ্রীবরদী : ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচীর আওতায় শেরপুরের শ্রীবরদীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস শ্রীবরদীর আয়োজনে বিআরডিবি হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আফরিন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলী’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার কংগ্রেসের সিনিয়র মনিটরিং অফিসার মো. সালাহ উদ্দিন কায়সার, শেরপুরের জেলা প্রশিক্ষণ অফিসার শোয়েব আহমেদ, পৌর বিএনপি’র সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল প্রমুখ। এসময় কৃষি অফিসের কর্মকর্তা, প্রশিক্ষিত কৃষক সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। Related posts:শেরপুর সদরের লছমনপুর ইউনিয়নে সাবেক এমপি শ্যামলীর গণসংযোগ ও ঈদ উপহার বিতরণশেরপুর-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর শোডাউনশেরপুরে বিদেশী সবজী ব্রোকোলি চাষে সফল কলেজ ছাত্র ছোবাহান Post Views: ৬৯ SHARES শেরপুর বিষয়: