ঝিনাইগাতীতে কৃষি অফিসের আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৫ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে ২০২৪-২০২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি বিভাগের এক ‘পার্টনার কংগ্রেস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন রবিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত পার্টনার কংগ্রেস সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুর জেলার উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন। উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্টনার প্রোগ্রাম ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো. সালাহউদ্দিন কায়সার, শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শোয়েব আহমেদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলী, কৃষি উদ্যোক্তা আব্দুল কাদির ও মতিউর রহমান প্রমুখ। সেমিনারে কৃষক, বিদ্যালয় প্রতিনিধি, সংবাদকর্মীসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুর জেলার উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, সরকার কৃষি ও কৃষকবান্ধব। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার ছাড়াই কীভাবে অধিক ফলন ও লাভবান হওয়া যায় সে লক্ষ্যেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে। কৃষকদের সঙ্গে কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আজকের মুখোমুখি কর্মশালা তথা পার্টনার কংগ্রেস তারই প্রতিফলন। তিনি কৃষকদেরকে তাদের যে কোনো সমস্যায় কৃষি বিভাগের পরামর্শ নিতে আহ্বান জানান। Related posts:প্রধানমন্ত্রীর সহায়তা চান যুদ্ধাহত অসুস্থ্য মুক্তিযোদ্ধা অদুঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, আটক ৮শুভ জন্মদিন রাজকন্যা ‘আদরজান’ Post Views: ৮৪ SHARES শেরপুর বিষয়: