শ্রীবরদীতে গুরুতর অসুস্থ যুবদল নেতা হারুনের শয্যা পাশে সাবেক এমপি রুবেল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৫ রানা, শ্রীবরদী : হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ শ্রীবরদী পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক ছাত্রনেতা হারুন অর রশিদের শয্যা পাশে শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। ২৯ শে জুন রবিবার দুপুরে অসুস্থ যুবদল নেতা হারুনকে দেখতে শেরপুর আধুনিক সদর হাসপাতালে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মাহমুদুল হক রুবেল। এসময় তিনি অসুস্থ হারুনের শারীরিক খোঁজ খবর, উন্নত চিকিৎসার পরামর্শ,সুস্থতা কামনা ও ডাক্তারের নির্দেশনা অনুযায়ী চলাফেরা করার জন্য পরামর্শ প্রদান করেন। এসময় শ্রীবরদী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, শেরপুর জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা এডভোকেট রেজুয়ান উল্লাহ, শ্রীবরদী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান রিপন, উপজেলা শ্রমিক দলের সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, তরুন সমাজকর্মী মনির, যুবদল নেতা উজ্জলসহ বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও অসুস্থ হারুনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২৮ শে জুন শনিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয় যুবদল নেতা হারুন প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে তাকে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ডাক্তারের পরামর্শ রাতেই তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। Related posts:মজুরি বৃদ্ধির দাবিতে নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর শ্রমিকদের কর্মবিরতিশেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতশেরপুরে শিক্ষক-ছাত্রীর পরকীয়ার ঘটনায় তোলপাড় Post Views: ১১৬ SHARES শেরপুর বিষয়: