বিডি ক্লিন শেরপুরের উদ্যোগে এবার পরিচ্ছন্ন হলো নবীনগর বাস টার্মিনাল

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন শেরপুর টিমের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ২৪ জানুয়ারি শুক্রবার বিকেলে শহরের নবীনগর বাস টার্মিনাল এলাকায় ওই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিডি ক্লিন শেরপুরের উপদেষ্টা রাজিয়া সামাদ ডালিয়া।
ওইসময় তিনি বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এবং নির্মল পরিবেশের পূর্বশর্ত। নিজ নিজ এলাকাসহ শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করার মধ্য দিয়ে আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে তার প্রতিফলন ঘটাতে হবে। তবেই আমরা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো। অনুষ্ঠানে বিডিক্লিন সদস্যসহ অন্যান্যদের পরিচ্ছন্নতার শপথবাক্য পাঠ করান বিডি ক্লিন শেরপুরের সমন্বয়ক আল আমিন রাজু।


বিডিক্লিন শেরপুরের সহ সমন্বয়ক মেহেদী হাসান শামীমের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিডি ক্লিন শেরপুরের উপদেষ্টা মন্ডলীর সদস্য জয়নাল আবেদীন হাজারী, মোঃ শামীম হোসেন, জেলা সমন্বয়ক আল আমিন রাজু, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, বিডি ক্লিন শেরপুরের মিডিয়া আইটি বিষয়ক উপ সমন্বয়ক মোঃ রাজাদুল ইসলাম বাবু, মিডিয়া আইটি বিষয়ক সহকারি উপ সমন্বয়ক তাপসী জহুরা, বঙ্গবন্ধু ইউনিট প্রধান শাহরিয়ার সায়েম, দশকাহনীয়া ইউনিট প্রধান আমির হামজা, পুলিশ লাইন ইউনিট প্রধান আশরাফুল ইসলাম, শিসমহল ইউনিট প্রধান ব্রিজেট বেবী, মমিনবাগ ইউনিট প্রধান হাসিবুল হাসান শান্ত, শ্রীবরদী উপজেলা ইউনিটের পিকেএস দিপন প্রমুখ।

ওইসময় বিভিন্ন ইউনিটের সহকারী প্রধানগণ এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিসহ সংগঠনটির অর্ধশতাধিক নারী-পুরুষ সদস্য হাতে ঝাড়ু নিয়ে ও মুখে মাস্ক পড়ে বাস টার্মিনাল এলাকার চারপাশের বিভিন্ন ময়লা-আবর্জনা পরিস্কার করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন। সেইসাথে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নিজেদের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার পরামর্শ দেন।