স্কুলছাত্রীকে উত্যক্ত করায় নালিতাবাড়ীতে যুবকের ১০ মাসের কারাদণ্ড অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০ নালিতাবাড়ি (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার অপরাধে আমিনুল ইসলাম (২৬) নামে এক যুবককে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ওই দণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত আমিনুল উপজেলার হাতিপাগার এলাকার মর্তুজ মিয়ার ছেলে ও এক সন্তানের জনক। জানা যায়, নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী বিকেলে স্কুল থেকে তন্তর গ্রামস্থ তার বাড়ি ফিরছিল। পথিমধ্যে হাতিপাগার এলাকায় পৌছলে আমিনুল ইসলাম তাকে টানা-হেঁচড়া করে উত্যক্ত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় স্কুল কর্তৃপক্ষ আমিনুলকে আটক করে উপজেলা প্রশাসনে খবর দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান সন্ধ্যায় ঘটনাস্থলে যান এবং সাক্ষ্যপ্রমাণ শেষে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। Related posts:শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিতশেরপুরে কাটাখালী যুদ্ধ দিবস আজঅবশেষে শেরপুরের জেলা প্রশাসকের উদ্যোগে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় উদ্ভুত পরিস্থিতির অবসান Post Views: ৩২৪ SHARES নারী ও শিশু বিষয়: