ঝিনাইগাতীতে করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের মাস্ক ও সাবান বিতরণ

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থান ও হাট বাজারে সাধারণ মানুষের মাঝে সার্জিক্যাল মাস্ক ও সাবান বিতরণ করেছেন। ২৪ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের হাট বাজারের ব্যবসায়ী, বিভিন্ন স্থানে রিক্সা, বাস ও সিএনজি চালক ও সাধারণ মানুষের মাঝে এই সার্জিক্যাল মাস্ক ও সাবান বিতরণ করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) রাসেদুল হাসান, উপজেলা প্রকৌশলী মোঃ মোজাম্মেল হক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন মনে করেন দেশের এমন পরিস্থিতিতে সবার এগিয়ে আসা উচিৎ। আমাদের সবাইকে সচেতন হতে হবে। দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে।