শেরপুরে করোনা সংক্রমণ রোধে নিজ উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করছেন স্থানীয়রা

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এলাকায় এলাকায় বিভিন্ন রাস্তায় ও বাসাবাড়িতে নিজ উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করছেন স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন সংগঠন। ২৮ মার্চ শহরের শিংপাড়া বাড়ইপাড়া মহল্লায় সড়ক, বাসার আশেপাশের রাস্তায় চির সবুজ, অগ্রযাত্রা, ইউনিটি ও জুনিয়র স্টারসহ এলাকাবাসীর উদ্যোগে জীবাণুনাশক তরল অষুধ ছিটানো হয়।
ওইসময় স্থানীয় বাসিন্দা প্রহল্লাদ, ইন্দ্র, সুমন, বিপুলসহ অন্যান্যরা জানান, করোনা ভাইরাস প্রতিরোধে বাড়ইপাড়া মহল্লাকে জীবাণুমুক্ত করার লক্ষ্যে পানিতে ব্লিচিং পাউডার মিশিয়ে এলাকার প্রধান সড়কগুলোসহ বিভিন্ন রাস্ত ওই স্প্রে করা হচ্ছে। এছাড়াও করোনা ভাইরাস সংক্রমণের জন্য নানা রকম পদক্ষেপ গ্রহণ করছে এলাকাবাসী।
শহরের রাজবল্লভপুর এলাকার বাসিন্দা মেহেদি হাসান সাকিব ও শুভিকুজ্জামান বলেন, করোনাভাইরাস প্রতিরোধসহ নিজেরা সুস্থ ও নিরাপদ থাকতে এবং পরিবারের সবাইকে নিরাপদ রাখতেই বাড়ির আশপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। তাই নিজস্ব উদ্যোগে বাড়ির চারপাশ ও রাস্তাঘাটে জীবাণুনাশক স্প্রে করছি।