শেরপুরে নারী ও যুবকসহ আরও তিন জনের শরীলে করোনা ভাইরাস শনাক্ত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এক নারী ও ২ যুবকসহ আরও ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১৫ এপ্রিল বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ইউনিটের ফলাফল উদ্বৃত করে ওই তথ্য নিশ্চিত করেন জেলা স্বাস্থ্য বিভাগের করোনা ফোকাল পারসন ডাঃ মোবারক হোসেন। এরা হচ্ছেন সদর উপজেলার রৌহা ইউনিয়নের ফটিয়ামারী নয়াপাড়া গ্রামের এক নারী (৬০), ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের সারিকালিনগর গ্রামের এক যুবক (২২) ও নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের গড়কান্দা মহল্লার এক যুবক (৩১)। এদের মধ্যে সনাক্ত হওয়া নারী ঢাকায় বাসাবাড়িতে বুয়া হিসেবে কাজ করতেন। তিনি প্রায় ৩ সপ্তাহ আগে ঢাকা থেকে বাড়িতে ফিরেছেন। আর ঝিনাইগাতীর যুবক স্থানীয় ঔষধ ব্যবসায়ী। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ জনে। এদিকে নতুন করে করোনায় আক্রান্ত ৩ জনকেই স্থানীয়ভাবে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হচ্ছে। এছাড়া তাদের স্ব-স্ব এলাকায় চলছে লকডাউন ঘোষণার প্রস্তুতি। জানা যায়, মঙ্গলবার শেরপুর থেকে করোনা সন্দেহে ২৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠায় জেলা স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে ২২ জনের রিপোর্ট নেগেটিভ এলেও ওই ৩ জনের নমুনায় করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে। এছাড়া বুধবার জেলা থেকে আরও ১৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সেখানে পাঠানো হয়েছে। Related posts:ঝিনাইগাতীতে পচা-বাসি খাদ্য রাখা ও অপরিষ্কার রাখায় ৩ হোটেলকে জরিমানাঝিনাইগাতীতে গজনী অবকাশকে দৃষ্টি নন্দন করতে ঝুলন্ত ব্রীজ ও ক্যাবল কারের ভিত্তি প্রস্তর স্থাপননালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদন্ড Post Views: ২৫৩ SHARES ঝিনাইগাতী বিষয়: