ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, জুন ১০, ২০২০

হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় রাব্বি (৩) নামের এক শিশু নিহত হয়েছে। উপজেলার ধানশাইল ইউনিয়নের কারাগাঁও বটতলা এলাকায় ৯ জুন মঙ্গলবার বিকাল ৫টার দিকে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাব্বি কারাগাঁও বটতলা রাস্তার পার্শ্বে খেলছিল। এসময় সারিকালিনগর গ্রামের মোটরসাইকেল চালক সজিব মিয়া (২০) ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে রাব্বির মাথায় মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় শিশু রাব্বি। গুরুতর আহত অবস্থায় রাব্বিকে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে রাব্বির মৃত্যু ঘটে। ১০ জুন বুধবার ভোরে ঝিনাইগাতী থানা পুলিশ নিহতের লাশ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) সরোয়ার হোসেন দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে।