দেওয়ানগঞ্জে পাটক্ষেত থেকে লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের জোয়ানের চর সরকার পাড়া পাটক্ষেতে থেকে ভাসমান অবস্থায় গলিত লাশ উদ্ধার করেছে সানন্দবাড়ী পুলিশ।
সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ৬ জুলাই স্থানীয় এলাকাবাসী পাটক্ষেতে ভাসমান লাশ দেখে পুলিশে দেয়। সকাল নয়টা দিকে সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) আনোয়ার (এসআই) গোলাম মোস্তফা, এএস আই সেলিম ফোর্স নিয়ে ঘটনার স্থলে যায়। পুলিশ জোয়ানের চর সরকার পাড়া আমির হামজার পাটক্ষেত থেকে পানির উপর ভাসমান অবস্থায় পুরুষের গলিত লাশ উদ্ধার করে। দুপরে লাশটি ময়না তদন্ত করার জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি।