শেরপুরের নকলায় জেলা পরিষদের সোলার ল্যাম্প বিতরণ

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২০

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় কাঠমিস্ত্রি, নাপিত, দর্জি ও রাজমিস্ত্রিসহ বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে জেলা পরিষদের সোলার ল্যাম্প বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ২৩ আগস্ট রবিবার বিকেলে নকলা পৌরসভা কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে এবং জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তার সন্ঞ্চালনায় ওই আলোচনা সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ জেড মোরশেদ আলী, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, জেলা পরিষদ সদস্য খন্দকার রবিউল করিম মানিক ও ছানোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট প্রমুখ বক্তব্য রাখেন। ওইসময় জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান, নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নকলা পৌরসভার ৫৪০ জন কাঠমিস্ত্রি, নাপিত, দর্জি ও রাজমিস্ত্রিসহ বিভিন্ন পেশাজীবি মানুষের মাঝে সোলার ল্যাম্প বিতরণ করা হয়।