শ্রীবরদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, মে ৪, ২০২১ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ৪ মে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে হাসপাতাল চত্বরে দুগ্ধদায়ী মা, দুঃস্থ অসহায় ও এতিমাখানার ১ শ ৫০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। এউপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহনেওয়াজ নোমান, মেডিকেল অফিসার ডা. জুলফিকার সাইফ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কুদ্দুছ, উপজেলা স্যানেটারী ইন্সেপেক্টর একেএম মাসুদুর রহমান, উপজেলা পুষ্টি সুপারভাইজার সুজিত চিসিম, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোজাম্মেল হোসেন প্রমুখ। উল্লেখ্য, খাদ্যসামগ্রী (চাল, ডাল, আলু, ছোলা বোট, তেল, পিয়াজ, লবণ) ছাড়াও সচেতনতার লক্ষে সুরক্ষা সামগ্রী মাস্ক ও সাবান বিতরণ করা হয়। Related posts:পায়ে লিখে ঢাবির ভর্তিযুদ্ধে নেমেছে শেরপুরের সেই সুরাইয়াঝিনাইগাতীতে জাসদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনঝিনাইগাতীতে আগুনে বসত ঘর পুড়ে ছাই Post Views: ৩৩১ SHARES শেরপুর বিষয়: