নালিতাবাড়ীতে ২৪ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, মে ৬, ২০২৫ শেরপুরের নালিতাবাড়ীতে ২৪ বোতল ভারতীয় মদসহ সাইফুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ছয়টায় গোপন সংবাদের ভিত্তিতে বুড়ঙ্গা ব্রীজ সংলগ্ন দ্বীন ইসলামের কাঠ বাগানে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত সাইফুল ইসলাম পোড়াগাও ইউনিয়নের বেকীকুড়া এলাকার হাসেন আলী’র পুত্র। জব্দকৃত মাদকের বাজার মুল্য প্রায় এক লাখ টাকা। অভিযানটি পরিচালনা করেন নালিতাবাড়ী থানার এসআই তালেবের নেতৃত্বে একটি পুলিশ দল। পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটক সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। Related posts:নালিতাবাড়ীতে গ্রাফিতির উপর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানআমরা বন্যার স্থায়ী সমাধান চাই : শেরপুরে ফারুক-ই-আজমশেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের শ্বাশুড়ী ও সাংবাদিকের মাতার ইন্তেকাল : দাফন সম্পন্ন Post Views: ৮৯ SHARES শেরপুর বিষয়: