শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র সৌরভ হত্যা মামলায় গ্রেফতার ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, মে ৪, ২০২৫ শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজ শিক্ষার্থী শারদুল আশীষ সৌরভ নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি মো. আরিফ (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। ৩ মে শনিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। আরিফ শহরের বটতলা এলাকার মৃত জাফর মিয়ার ছেলে। সে কলেজশিক্ষার্থী সৌরভ হত্যা মামলার এজাহারনামীয় আসামি। রবিবার দুপুরে তাকে ওই মামলায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আরিফকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র হত্যা মামলার এজাহারনামীয় ৬৪ নম্বর আসামি আরিফ। তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজ শিক্ষার্থী সৌরভ হত্যার ঘটনায় ২৭ আগস্ট সৌরভের বাবা ছোহরাব হোসেন বাদী হয়ে ৮৭ জনের নামোল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। Related posts:আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সার্বক্ষনিক বাজার মনিটরিং এ রয়েছেন এসিল্যান্ড জয়নাল আবেদীনশেরপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর মই দৌঁড় খেলা অনুষ্ঠিতনকলায় স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন Post Views: ১০ SHARES শেরপুর বিষয়: