ঝিনাইগাতীকে ‘ভূমিহীন মুক্ত’ ঘোষণার বিষয়ে বিশেষ যৌথ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, জুন ৩০, ২০২২

হারুন অর রশিদ দুদু : মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ঘর আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে বিশেষ যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে সর্বসাধারণের অংশগ্রহণে এ যৌথ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে যৌথ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ তোফায়েল আহমেদ, ঝিনাইগাতী থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কাশেম। এছাড়াও ইউপি চেয়ারম্যানগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ, আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, নির্বাচিত সকল স্তরের জনপ্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ এ বিশেষ যৌথ সভায় অংশগ্রহণ করেন। এসময় সভার সভাপতি ইউএনও ফারুক আল মাসুদ সভায় সর্বসাধারণের উদ্দেশ্যে বলেন, ভূমিহীন মুক্ত ঝিনাইগাতী ঘোষণা করতে প্রথম পর্যায়ে ২৩৫ টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ১২১ টি ঘরের কাজ চলমান রয়েছে। সভায় অংশগ্রহণকারীরা মতামত ব্যক্ত করেন যে, ঝিনাইগাতী উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা যেতে পারে।