নালিতাবাড়ী সীমান্তে ৩ বাংলাদেশী আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫ শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অবৈধভাবে ভারত ঘুরে রাতের আধারে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ জন বাংলাদেশিকে আটক করে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেছে বিজিবি। পরে ১৪ মে বুধবার দুপুরে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের আদালতে পাঠায় পুলিশ। এর আগে ১৩ মে মঙ্গলবার রাতে উপজেলার ভারত সীমান্তঘেঁষা বুরুঙ্গা পোড়াবাড়ী এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের পর তাদের আটক করা হয়। তারা হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ সদরের কোদালকাটি এলাকার আবুল হোসেনের পুত্র আয়াতুল্লাহ (৪৫), চর আলাতলী এলাকার কালুর পুত্র দুলাল উদ্দিন(৩১) ও একই এলাকার আ. বাসিরের পুত্র শাহাবুল (২১)। বিজিবি ও পুলিশ সূত্র জানা যায়, গ্রেফতারকৃত ৩ বাংলাদেশি অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং সেখানে তারা জীবিকা নির্বাহ করতেন। পরে মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে তারা। এসময় বিজিবি টহল টিম তাদের আটক করে এবং বুধবার সকালে থানায় হস্তান্তর করে। এসময় আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ভারতীয় রুপি, মোবাইল ফোন এবং বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে। এর আগেও অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের পর নালিতাবাড়ীর মধুটিলা এলাকা থেকে ৫ বাংলাদেশীকে আটক করে হলদীগ্রাম বিওপির বিজিবি সদস্যরা। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, অবৈধভাবে ভারত ঘুরে ফেরার পথে ৩ বাংলাদেশিকে বিজিবি আটক করে। পরে মামলা দায়েরের পর গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগেও একই অভিযোগে ৫ জনকে কারাগারে পাঠানো হয়। Related posts:ঝিনাইগাতীতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপনশেরপুরে বজ্রপাতে পৃথক স্থানে ২ জনের মৃত্যুশেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক Post Views: ৩৩ SHARES শেরপুর বিষয়: