নালিতাবাড়ীতে ভূমি মেলা উপলক্ষে শোভাযাত্রা ও জনসচেতনামূলক সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, মে ২৫, ২০২৫ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ মে) সকালে নালিতাবাড়ী উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এই ভূমি সেবা প্রদান চালু করা হয়।ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ডিজিটাল সেবার প্রচলন সম্পর্কে জনগণকে সচেতন করাই এই মেলার মূল উদ্দেশ্য। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান এবং নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা প্রমুখ। বক্তারা ভূমি সংক্রান্ত অনলাইন সেবার প্রসার এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সরকারের প্রশংসা করেন। মেলায় ভূমি অফিসের পক্ষ থেকে স্টল স্থাপন করা হয়।যেখানে আগত দর্শনার্থীরা সরাসরি সেবা গ্রহণ এবং তথ্য সংগ্রহের সুযোগ পান। ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরে প্রদর্শনীও আয়োজন করা হয়, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করে। Related posts:শেরপুরে অবৈধ জাল পোড়ানোর সময় অগ্নিদগ্ধ ৩, অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তাদের উদ্ধার করলো পুলিশশেরপুরে ডিবির অভিযানে ১৭ গ্রাম হেরোইনসহ আটক ১শেরপুরের গারো পাহাড়ে আগুনে ক্ষতিগ্রস্ত শালবন পরিদর্শনে বনবিভাগের তদন্ত কমিটি Post Views: ৪৭ SHARES শেরপুর বিষয়: