শ্রীবরদীতে ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, মে ২৫, ২০২৫

রানা, শ্রীবরদী : “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে ভূমি মেলা উপলক্ষে ২৫ মে রোববার সকালে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি সহকারী কমিশনার( ভূমি) কার্যালয় চত্বর থেকে বের হয়ে পৌর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে র‌্যালি শেষে ৩ দিন ব্যাপি উপজেলা ভূমি অফিস কার্যালয় চত্বরে ভূমি মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো নাহিদুল হক এতে সভাপতিত্ব করেন।

এসময় উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা জামায়াতের আমির আজহারুল ইসলাম মিস্টার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী , তিন দিনব্যাপী এ ভূমি মেলা চলবে। আগামী ২৭ মে শেষ হবে মেলা। এই মেলা উপলক্ষে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস চত্বরে ভূমি সেবা স্টল বসানো হয়েছে। উপজেলার সেবা প্রত্যাশী ব্যক্তিরা ওই স্টল গুলো থেকে ভূমি সক্রান্ত যে কোন সেবা পাবেন।