ঝিনাইগাতীতে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের সফল বাস্তবায়ন ও গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, সমাজসেবা অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত পরিচালক দেবাশিস সরদার, শেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন, উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী। প্রশিক্ষণের মূল আলোচনা ছিল, দারিদ্র বিমোচনে উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গুরুত্ব এবং খেলাপি ঋণ আদায়ে আইনগত ব্যবস্থা নেওয়া। আর্থ সামাজিক স্কীম ও বাস্তবায়ন পদ্ধতি এবং আরএসএস কার্যক্রম বাস্তবায়নে গ্রাম কমিটির দায়িত্ব। ঋণ খেলাপি হলে সরকারি ঋণের অনাদায়ি অর্থ আদায়ে আইনি পদক্ষেপ নেবে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় উপস্থিত ছিলেন, শিশু সুরক্ষা সমাজকর্মী ফৌজিয়া আক্তার রিমা, ইউনিয়ন সমাজকর্মী সুলতান মাহমুদ, সবুজ মিয়া, শাহিদুল ইসলাম ও আলমগীর হোসেনসহ ইউনিয়নের গ্রাম কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৫ জন প্রশিক্ষণার্থী। Related posts:শেরপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণকে ‘অপহরণ’, তরুণী গ্রেফতারশেরপুরে সিঙ্গারের নতুন শো-রুম উদ্বোধনহাজারো মোমবাতির আলোয় আলোকিত নালিতাবাড়ীর গারো পাহাড় Post Views: ৮৩ SHARES শেরপুর বিষয়: