নালিতাবাড়ীতে ফল উৎসব ও বর্ষাবরণ অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৫ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ফল উৎসব ও বর্ষাবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬জুন) দিনব্যাপী পৌরশহরের অরণি প্রগ্রেসিভ স্কুলের আয়োজনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষাকর্মীদের ৩ ভাগে ভাগ করে স্টল প্রদর্শনী প্রতিযোগীতা করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আমলকী, কামরাঙা এবং বড়ই নামের তিনটি ফলের স্টল প্রদর্শনী প্রতিযোগীতা করে। প্রতি স্টলে ৫০ এর অধিক ফলের প্রদর্শন ছিলো। অরণি প্রগ্রেসিভ স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালক নাজনীন হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি ও সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি আব্দুল মান্নান সোহেল, ক্রীড়াবিদ অসীম দত্ত হাবুল, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাইন উদ্দিন তালুকদার, সদানন্দ সরকার প্রমুখ। Related posts:ঝিনাইগাতীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতঝিনাইগাতীতে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যুশেরপুরে মৃত বন্যহাতি উদ্ধার Post Views: ৫৯ SHARES শেরপুর বিষয়: