নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারিকে ৭ দিনের কারাদন্ড

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে পৌর শহরের তারাগঞ্জ মধ্য বাজার এলাকায় ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মামুন (৩৬) নামে এক মাদক সেবনকারীকে আটক করে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ জুন) রাতে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত মামুন পৌরশহরের ছিটপাড়া এলাকার রহুল আমিনের পুত্র।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী পৌরশহরের তারাগঞ্জ মধ্য বাজার জুতাপট্রি এলাকায় ৪ পিস ইয়াবা ট্যাবলটসহ মামুনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মামুনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।