শুভ জন্মদিন রাজকন্যা ‘আদরজান’

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২১

আজ ৯ আগস্ট সাপ্তাহিক শ্যামলী শেরপুর-শ্যামলীনিউজ২৪ডটকমের সম্পাদক প্রকাশক-সাবেক এমপি এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) মোঃ আনিসুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) দম্পতির একমাত্র কন্যা আনিসা ফাতেমা সংসদ আদরজানের ৪ তম জন্মদিন।


২০১৭ সালের ৯ আগস্ট আমেরিকার একটি হাসপাতালে জন্মগ্রহণ করেন এই রাজকন্যা। সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলীনিউজ২৪ডটকম পরিবারের পক্ষ থেকে আদরজানকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।


আনিসা ফাতেমা সংসদ আদরজানের জন্মদিন উপলক্ষে শেরপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।


আদরজানের জন্য শেরপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন বড় মামা জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আরিফ রেজা, ছোট মামা শুভ রেজাসহ শুভেচ্ছা জানিয়েছেন শ্যামলী পরিবার।