ঝিনাইগাতীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২০ ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে নানার বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে নাফিজা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ৩ আগস্ট সোমবার দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা গ্রামে ওই ঘটনা ঘটে। নাফিজা পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার চৈতাজানি গ্রামের নুরুল ইসলামের মেয়ে। জানা যায়, ঈদে বাবা-মার সাথে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা গ্রামে নানা নুর মোহাম্মদের বাড়ি বেড়াতে যায় শিশু নাফিজা। সোমবার দুপুরে অন্যান্য শিশুদের সাথে পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে যায় নাফিজা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। Related posts:নালিতাবাড়ীতে ছেলের আঘাতে মায়ের মৃত্যুঝিনাইগাতীতে নিখোঁজের ২ দিন পর অটোচালকের মরদেহ উদ্ধারঝিনাইগাতীতে একযুগ ধরে শিকলবন্দি মেহনাজের জীবন, অর্থাভাবে চিকিৎসা বন্ধ Post Views: ২৫৫ SHARES শেরপুর বিষয়: