ডিএমপি’র যুগ্ম কমিশনার (ক্রাইম) আনিসুর রহমানকে শেরপুর টেনিস ক্লাবের ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, মে ৩০, ২০২১

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের সাবেক সংসদ সদস্য, সাপ্তাহিক শ্যামলী শেরপুর-শ্যামলীনিউজ২৪ডটকমের সম্পাদক প্রকাশক এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর হাজবেন্ড ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) মোঃ আনিসুর রহমানের শেরপুরে আগমন উপলক্ষে শেরপুর টেনিস ক্লাবের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
২৯ মে আনিসুর রহমানকে টেনিস ক্লাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্লাবের কর্মকর্তাগণ।
জানা যায়, আনিসুর রহমান ২ মে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে রবিবার পদোন্নতি পান। তিনি পদোন্নতি পাওয়ার পর প্রথম শেরপুরে আগমন উপলক্ষে তাকে এ শুভেচ্ছা জানানো হয়।
আনিসুর রহমান পুলিশ সুপার হিসেবে শেরপুর, নোয়াখালী, যশোর, নারায়নগঞ্জ ও উপ-পুলিশ কমিশনার (ডিসি) তেজগাঁও বিভাগ এবং ডিসি (সদর দপ্তর) হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) হিসেবে দায়িত্বে আছেন।