শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ঝিনাইগাতী উপ-শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২৫ হারুন অর রশিদ দুদু : বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন শেরপুরের ঝিনাইগাতী উপ-শাখা কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে শুক্রবার সন্ধ্যায় ঝিনাইগাতী শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-এর সভাপতি মো. আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৌকত হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। এছাড়াও নবগঠিত কমিটির সভাপতি হাসমত আলী ও সেক্রেটারি মিস্টার জামান। ঝিনাইগাতী উপ-শাখা কমিটির পক্ষ থেকে অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। Related posts:নকলায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিতঝিনাইগাতীতে মুজিববর্ষের চলমান ৭টি ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকশেরপুরে আইনগত সহায়তা প্রদান কর্মসূচির অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা Post Views: ৬৬ SHARES শেরপুর বিষয়: