শ্রীবরদীতে বজ্রপাতে নিহত ১, আহত ২ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২৫ শেরপুরের শ্রীবরদীতে বজ্রপাতে সুজন (২৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) সকালে কৃষি কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। নিহত সুজন ভেলুয়া ইউনিয়নের লক্ষ্মীডাংরী বেপারীবাড়ি গ্রামের মৃত আক্তার আলীর ছেলে এবং পেশায় একজন কৃষি শ্রমিক। স্থানীয়রা জানান, শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষ্মীডাংরী বেপারীবাড়ি গ্রামের মৃত আক্তার আলীর ছেলে সুজন আলী নিজ বাড়ির পাশেই তিনকাঠা জমি বর্গা নিয়ে ধানের চাষ করেন। শুক্রবার সকালে স্থানীয় শহিজল হক ও নূর মোহাম্মদ নামে অপর দুই শ্রমিককে নিয়ে ধান কাটতে যায় সুজন। দুপুর দেড়টার দিকে ধান কাটা শেষে আটি নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাত হয় তার ওপর। এ সময় মারাত্মক আহত হন তিনি। স্থানীয়রা সুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। এ সময় সুজনের সঙ্গে থাকা শহিজল হক ও নূর মোহাম্মদ নামে দুই শ্রমিকও আহত হন। Related posts:ঝিনাইগাতীতে মুজিববর্ষ উপলক্ষে বন বিভাগের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনশেরপুরে পৌর এলাকার দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো শ্রমিক নেতা আরিফশেরপুরে এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ সুপার Post Views: ৫৮ SHARES শেরপুর বিষয়: