নালিতাবাড়ীতে বাড়ছে ভোগাই ও চেল্লাখালী নদীর পানি, বন্যার আশঙ্কা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, মে ২০, ২০২৫ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: গত কয়েক দিনের টানা বর্ষন ও উজানে ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রবাহিত ভোগাই এবং চেল্লাখালী নদীর পানি বাড়তে শুরু করেছে। এই ধারা অব্যাহত থাকলে উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়ে অকাল বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২০ মে) চেল্লাখালী নদীর পানি বিপদ সীমার ১২৬ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আর ভোগাই নদীর পানি বিপদ সীমার ২৬৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে বৃষ্টিপাত চলমান থাকায় উপজেলার দুই নদীর পানি আরো বৃদ্ধি পেতে পারে। জানা যায়, উপজেলার সব এলাকায় গত ৩-৪ দিন যাবত টানা বৃষ্টি হয়েছে। একই সাথে উজানে ভারতের মেঘালয় রাজ্যেও প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এতে ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। হঠাৎ করে নদী দুটির পানি বৃদ্ধি পাওয়ায় অকাল বন্যার আশংকা দেখা দিয়েছে। যদি নদী উপচে গিয়ে বেড়িবাঁধ ভেঙ্গে যায় তাহলে অকাল বন্যায় ঘরবাড়ি ও ফসলাদির অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি নতুন করে বৃষ্টিপাত না হয় তাহলে ঢলের পানি ভাটির দিকে চলে যাবে। এতে বন্যার আশংকামুক্ত হবে নালিতাবাড়ী। এদিকে, বোরো আবাদের মাঝামাঝি সময়ে এসে হঠাৎ অতিবৃষ্টির কারনে কৃষক ধান কাটা, মাড়াই করা ও শুকাতে পারছে না। প্রাকৃতিক এই দুর্যোগের কারনে কৃষকের পড়েছে মাথায় হাত। উপজেলা কৃষি বিভাগ থেকে আবহাওয়ার আগাম সর্তকীকরন বিজ্ঞপ্তি দিয়ে কৃষকদের ধান হারভেস্টার মেশিন কেটে ফেলতে বলা হয়। ইতোমধ্যে বেশ কিছু জমির ধান কেটে ফেলেছে কৃষক। এখনো বহু জমির ধান কাটতে পারেনি তারা। এছাড়া রোদ না থাকায় কর্তনকৃত ধান শুকাতে পারছে না কৃষক। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ বলেন, এই উপজেলায় কৃষক ৯৬ শতাংশ বেরোধান ইতোমধ্যে কেটে ফেলেছেন। বাকি ৪ শতাংশ ধান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে কাটা যাচ্ছে না। এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, ইতোমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি মিটিং করা হয়েছে। একই সাথে বন্যার্তদের জন্য আশ্রয়ন কেন্দ্র খোলা, শুকনো খাবার বিতরণ ও স্বেচ্ছাসেবক টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট সকলকে অকাল বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। Related posts:শেরপুরে বিপ্লবী রবি নিয়োগী‘র ১১৫ তম জন্মবার্ষিকী পালিতশেরপুরে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার ঘটনায় ১২১ জনের বিরুদ্ধে মামলাঝিনাইগাতীতে এনএসআই এর অভিযানে বিপুল পরিমান পলিথিন উদ্ধার Post Views: ৩১ SHARES শেরপুর বিষয়: